জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ-এর বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
Dec 11, 2024
Dec 11, 2024
প্রেস বিজ্ঞপ্তি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ-এর
বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১১ ডিসেম্বর ২০২৪
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ-এর বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী আজ সকাল দশটায় স্কুল ও কলেজে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (শিক্ষা) ও স্কুল-কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্যতম অঙ্গ প্রতিষ্ঠান হলো স্কুল ও কলেজ। অত্র অঞ্চলে এই শিক্ষা প্রতিষ্ঠানটি সেরা হবে, এটি সকলে প্রত্যাশা করেন। এই প্রত্যাশা পূরণে সকলকে এক যোগে কাজ করতে হবে। স্কুল ও কলেজ থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৈরি হয়। পরবর্তীতে তাদেরকে কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এদিক থেকে বিবেচনা করলে স্কুল ও কলেজের শিক্ষকবৃন্দ শিক্ষার্থী তৈরির আসল কারিগর। তিনি আরও বলেন, স্কুল ও কলেজ হতে হবে সেন্টার অব এক্সিলেন্স-এর একটি অংশ এবং সকলের আন্তরিক সহযোগিতায় স্কুল ও কলেজ সে লক্ষ্যে পৌঁছাবে। স্কুল ও কলেজের সর্বত্রই চমৎকার অ্যাকাডেমিক পরিবেশ তৈরি করার জন্য সর্বাত্মক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন উপ-উপাচার্য। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের অধ্যক্ষ আবদুল জলিল ভূঞা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট অতিথিবৃন্দ।
ড. মোহাম্মদ মহিউদ্দিন
পরিচালক (ভারপ্রাপ্ত)
Recent Press Releases
- ১৯৭১ এবং ২০২৪ সালের মধ্যে সাংঘর্ষিক কোনো অবস্থান নেই -উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত
- ভূগোল ও পরিবেশ বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী তাকিয়া তাসনিমের মৃত্যুতে উপাচার্যের শোক
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত।।
- বিশ্ব দর্শন দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্বিবদ্যালয়ের দর্শন বিভাগে বিশেষ সেমিনার অনুষ্ঠিত।।
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ-এর বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
- গণিত বিভাগে দু’দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালা শুরু
- কনফারেন্সে অংশগ্রহণের জন্য উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের কলম্বো গমন \ উপাচার্যের রুটিন দায়িত্বে উপ-উপাচার্য (শিক্ষা)
- জাবিতে ইনস্টিটিউট অব রিমোট সেনসিং এন্ড জিআইএস-এর প্রবেশিকা অনুষ্ঠান অনুষ্ঠিত
- প্রজাপতির কাছ থেকে মানুষের শেখার আছে- উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান