গণিত বিভাগে দু’দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালা শুরু
Dec 10, 2024
Dec 10, 2024
প্রেস বিজ্ঞপ্তি
গণিত বিভাগে দু’দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালা শুরু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১০ ডিসেম্বর ২০২৪
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে ‘International Workshop on Advances in Mathematical Modeling and Analysis-IWAMMA 2024’ শীর্ষক দু’দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। আজ সকাল দশটায় গণিত বিভাগে এই কর্মশালা শুরু হয়।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ বলেন, আমরা এখন যে সভ্যতায় বসবাস করছি ম্যাথমেটিক্যাল মডেলিং ও এ্যানালাইসিস ছাড়া তা সম্ভব হতো না। মানবিক, সমাজবিজ্ঞান, জীববিজ্ঞান এবং ব্যবসায় অনুষদসহ আমাদের জীবনের সকল শাখায় গণিত অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। এই আন্তর্জাতিক কর্মশালার সফল হবে বলে উপ-উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন। তিনি জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বীরদের স্মরণ করেন এবং তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক দেশ গড়ে তোলার মাধ্যমে দেশেকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, গণিত বিভাগের সভাপতি অধ্যাপক ড. জেসমীন আখতার, অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ূন কবিরসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন গণিত বিভাগের অধ্যাপক ড. ওসমান গণি।
ড. মোহাম্মদ মহিউদ্দিন
পরিচালক (ভারপ্রাপ্ত)
Recent Press Releases
- শিক্ষা ও প্রশাসনিক সার্ভিসসমূহ অটোমেশন সংক্রান্ত রোডম্যাপ ঘোষণা
- বিশ্বখ্যাত টাইমস হায়ার এডুকেশনের ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র্যাঙ্কিং—২০২৫’-এ কম্পিউটার সায়েন্স ক্যাটাগরিতে এবং ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরির জিওলোজি, এনভায়রনমেন্টাল, আর্থ এন্ড মেরিন সায়েন্স বিষয়ে দেশসেরা জাবি ।। উপাচার্যের অভিনন্দন
- শিক্ষা ব্যবস্থা স্বয়ংক্রিয়করণের (Automation) লক্ষ্যে ৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন || ৩ কার্য দিবসের মধ্যে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ
- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট দাখিল ।। সর্বোচ্চ স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করার মাধ্যমে স্বল্পতম সময়ের মধ্যে দোষী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করার বিষয়ে আবেদন করা হবে
- ‘বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কার্যক্রমে সফটওয়্যারের ব্যবহার’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত।। বিশ্ববিদ্যালয় প্রশাসন অটোমেশন প্রক্রিয়া বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে — উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান
- সেলিম আল দীনের ১৮-তম প্রয়াণ দিবস পালিত।। বাংলা নাটকে ঐতিহ্য নির্ভর আধুনিকতার ধারায় সেলিম আল দীনের অবদান অবিস্মরণীয় - উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান
- প্রধান উপদেষ্টার সঙ্গে জাবি উপাচার্যের সাক্ষাৎ
- ১২ জানুয়ারি ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস’ পালিত
- Writing ATF Sub Project Proposal শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- যে কোনো জায়গা থেকে একজন দক্ষ মানুষ দেশ-জাতির জন্য বিশাল অবদান রাখতে পারে - উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান