Jun 24, 2024

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২৪ জুন ২০২৪।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ডি নথির ব্যবহার ও বাস্তবায়ন বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) ল্যাবে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সমাজবিজ্ঞান অনুষদভুক্ত বিভিন্ন বিভাগ, আইন অনুষদ এবং আইবিএ-জেইউ এর শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মোঃ মনজুরুল হক। প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (প্রশাসন) বলেন, ডি নথি বিষয়ে জানা এবং এর প্রয়োগ গুরুত্বপূর্ণ। প্রযুক্তি উন্নয়নের সাথে কর্মক্ষেত্রের সকল পুরাতন পদ্ধতি বদলে যাচ্ছে এবং মানুষ প্রযুক্তি উন্নয়নের সাথে নিজেদের সম্পৃক্ত করে নিচ্ছে। ডি নথি কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা নিজেদেরকে আরও এগিয়ে নিতে পারবে। ডি নথির মাধ্যমে কাজ দ্রুত ও স্বচ্ছ হবে এবং জবাবদিহিতাও বাড়বে। এতে সর্বোপরি দেশ এগিয়ে যাবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক বশির আহমেদ, আইন অনুষদের ডিন তাপস কুমার দাস, ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ-জেইউ) পরিচালক অধ্যাপক ড. কে এম জাহিদুল ইসলাম, আাইআইটি’র পরিচালক অধ্যাপক ড. এম শামীম কায়সার প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক -অধ্যাপক ড. সৈয়দ হাফিজুর রহমান।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আর্ন্তজাতিক নারী দিবস পালিত
- আন্ত:বিভাগ ক্রিকেট প্রতিযোগিতায় ইতিহাস বিভাগ চ্যাম্পিয়ন
- ১ম বর্ষের শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠান অনুষ্ঠিত \ নতুন বাংলাদেশে ন্যায়, সাম্য ও যুক্তিকে প্রাধান্য দিতে হবে -ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ
- খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উদ্বেগ ও নিন্দা প্রকাশ
- আন্তঃবিভাগ হ্যান্ডবলে চ্যাম্পিয়ন চারুকলা বিভাগ
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষ ভর্তি পরীক্ষা সম্পন্ন
- 'সি' ইউনিট (কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট)-এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
- ‘এ’ ইউনিট (পদার্থ ও গাণিতিক বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি) এর ভর্তি পরীক্ষা সম্পন্ন \ ‘ডি’ ইউনিট, ‘ই’ ইউনিট এবং আইবিএ-জেইউ-এর ফলাফল হস্তান্তর
- ‘ই’ ইউনিট এবং ‘এ’ ইউনিট-এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
- ‘ডি’ ইউনিট এবং ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন-এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত