Dr. Shamima Sultana
Dr. Shamima Sultana Professor, Department of Bangla

স্বাধীনতা-উত্তর বাংলাদেশে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতিকে গৌরবের সঙ্গে ধারণ ও বহন করে চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ। বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস হাজার বছরের ইতিহাস। বাংলা বিভাগ বিশ্বাস করে চর্যার কবি কাহ্ন পা, লুই পা, সরহ পা প্রমুখের প্রতিভা-দীপ্ত সুর ও সঙ্গীতে; চণ্ডীদাস, গোবিন্দদাস, জ্ঞানদাসের শৃঙ্গার ও ভক্তিতে; মুকুন্দরামের লালিত্যময় ভাষা ও কাব্যে; সৈয়দ সুলতান, আলাওল, ভারতচন্দ্রের কবিত্বে ও পান্ডিত্যে; দ্বিজ কানাই, চন্দ্রাবতীর গীতিকায়; নুরনামার কবি আবদুল হাকিমের দ্রোহে, যে দ্রোহ হয়ে উঠেছিল বাঙালির কাছে বাংলা ভাষা প্রতিষ্ঠার সনদ। এছাড়াও হাজার বছর ধরে নানা ভাবে যাঁরা বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতিকে করেছে পুষ্ট, তাঁদের সকলের চেতনাকে ধারণ ও বহন করে বাংলা বিভাগের পথ-চলা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, মানিক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আবুল হাসান, শামসুর রাহমান, আল মাহমুদ, সৈয়দ শামসুল হক এমনকি হাল আমল পর্যন্ত বাংলা ভাষার কবি ও সাহিত্যিকদের সাহিত্যাদর্শকে নিষ্ঠার সঙ্গে লালন ও পরিচর্যা করে চলছে বাংলা বিভাগ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবসের মতো বাঙালির ঐতিহাসিক অর্জনসমূহকে স্মরণ করা, ঐতিহ্যানুসারে ১লা বৈশাখ, বর্ষা, বসন্ত বরণ করে নেয়াকে বিভাগ তার পাঠ-কার্যক্রমের পাশাপাশি গুরুত্বের সাথে বিবেচনা করে আসছে। ভাষা-সাহিত্য-সংস্কৃতি সংশ্লিষ্ট সৃজনশীলতার অনুশীলন ও গবেষণাকর্ম বাংলা বিভাগের সমৃদ্ধির মাত্রাকে উচ্চকিত করে চলছে। বার্ষিক ‘ভাষা-সাহিত্যপত্র’ ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উদ্যোগে বিভিন্ন পত্র-পত্রিকা প্রকাশ এ ধারাকে অব্যাহত রাখছে। বার্ষিক সেমিনারের আয়োজন, স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে প্রতি বছর বই মেলার আয়োজন, বিভিন্ন বর্ষের শিক্ষা-সফর, এছাড়াও নাটক ও সাংস্কৃতিক প্রযোজনার মধ্য দিয়ে অতিবাহিত হয় বাংলা বিভাগের সমৃদ্ধির প্রতিটি বৎসর; যা ব্যবহারিক ও সৃজনশীল জ্ঞান উৎপাদনের ক্ষেত্রকে করে চলছে ঊর্বর। সাহিত্যের পাশাপাশি বাংলা ভাষার নানান প্রকল্পের সঙ্গে জড়িত এখানকার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। ভাষা জরিপ, ভাষা-পরিকল্পনার মতো ব্যবহারিক কাজের সাথে পরিচয় এই বিভাগের বিজ্ঞান-ভিত্তিক পাঠক্রম প্রণয়নেরই ফসল। বাংলা বিভাগ বাংলা ভাষা ও সাহিত্যে গবেষণার স্বীকৃতি স্বরূপ এম.ফিল ও পিএইচ.ডি. ডিগ্রি প্রদান করে আসছে দায়িত্বের সঙ্গে যা বিভাগের সুনাম বৃদ্ধির পাশাপাশি ভাষা ও সাহিত্যের জন্যেও বয়ে আনছে নতুনতর জ্ঞানের বার্তা। এ সমস্ত কার্যক্রমের মধ্য দিয়ে বাংলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে যে আন্তরিক সম্পর্ক গড়ে উঠেছে তা প্রশংসনীয়। সর্বোপরি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ তার আপন স্বভাবে অনন্য।


Dr. Shamima Sultana